ট্রাক চাপায় আটোয়ারী উপজেলা অফিস কর্মচারী নিহত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭
ট্রাক চাপায় আটোয়ারী উপজেলা অফিস কর্মচারী  নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে শহর থেকে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (নিজ কর্মস্থলে) যাওয়ার পথে শহরের করতোয়া সেতুর ওপর ট্রাক চাপায় আনারুল ইসলাম(৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে৷ নিহত আনারুল পঞ্চগড় পৌর সভার ডোকরোপাড়া এলকার মৃত বাহার উদ্দীনের ছেলে৷ আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসেস সার্ভার পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করে এবং চালকের সহকারী মজিবর শেখকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আনারুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে আটোয়ারীর উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে করতোয়া সেতুতে আসলে ইজিবাইককে ওভার টেক করতে গিয়ে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পিছনের চাকার সামনে পড়ে গেলে চাকা আনারুলের মাথার উপর দিয়ে চাপা দেয়। এতে মাথা থেতলে গিয়ে মগজ বের হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আনারুল। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা আনারুলের মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়। বর্তমানে আনারুলের মরদেহ পঞ্চগড় সদর থানা চত্বরে পুলিশ হেফাজতে রয়েছে।


পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, এই ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং ট্রাকের হেলপার মজিবর শেখকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com