
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের যৌথ কমিটি কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারেরমাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গতকাল স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে দেওয়া বিবৃতিতে জানান অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি( ১০.১১.২০২৫) দ্রুত বাস্তবায়নে দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা প্রদান।
কিন্তু শিক্ষকদের এ ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না করায় সারাদেশের প্রাথমিক শিক্ষকরা ঢাকার শাহবাগে পরিপূর্ণ কলম সমর্পণ কর্মসূচিতে পালন করেছিলেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সদস্য সচিব এমারুল হক টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম।
এসময় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হোসাইন আহমেদ জানান আমাদের সারাদেশের শিক্ষকরা এই কর্মসূচি ঢাকায় পালনকালে পুলিশ অতর্কিত লাঠিচার্জ, সাউন্ডগ্রেট, টিয়ারশেল নিক্ষেপ জলকামান ব্যবহার ও রাবার বুলেটের আঘাতে শতাধিক শিক্ষক-শিক্ষিকা মারাত্মকভাবে আহত হয়। এসব আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষকের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাকে পূর্ণ পেনশনের দাবি করছি।
এছাড়া স্মারকলিপিতে অন্যান্য পদে কর্মরতদের সাথে প্রাথমিক সহকারী শিক্ষদের বৈষম্য কাঠামো তুলে ধরা হয়।
কুড়িগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সদস্য সচিব এমারুল হক টুটুল বলেন আমাদের বিশ্বাস বর্তমান অন্তবর্তীকালীন সরকার দ্রুত দাবি মেনে নিবেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]