
সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
এঘটনায় পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাইপাইল এর গিল্ডেন গার্মেন্টসএ কর্মরত সিমান্ত নামের ওই যুবককে গুলি করেন অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এঘটনায় জড়িত সন্ত্রাসী আব্দুল মান্নান পাটোয়ারী, মনোয়ার হোসেন টিটু,আল আমিন স্বপন ও জুলহাস মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
দুপুরে আশুলিয়া থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিষয়ে ডিবির ওসি জালাল উদ্দিন বলেন, সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র আছে জানান দেওয়ার জন্য ওই যুবককে গুলি করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]