
পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর আওতাধীনে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭ টি কূপ ওয়ার্ক ওভারের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে। গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও কোম্পানির নিজস্ব অর্থায়নে " তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ড ৭ টি কূপ ওয়ার্ক ওভার " শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়।
আলোচ্য প্রকল্পের আওতায় হবিগঞ্জ- ৫ নং কূপের ওয়ার্ক ওভার কাজ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) তাদের " বিজয় -১১" রিগ দ্বারা সম্পাদন করেছে।
হবিগঞ্জ - ৫নং কূপটি ১৯৮৮ সালে directionally ৩৫২১ মি. (TVD ৩৩২৬ মি.) গভীরতায় খনন করা হয়। কূপটি ওয়ার্ক ওভারের মাধ্যমে নতুন কমপ্লিটশন স্ট্রিং X- mas tree এবং Sub - surface Safety Valve স্হাপন করে গ্যাস উৎপাদন বৃদ্ধি, কূপের লাইফ টাইম বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে।
গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখ হতে কূপটির ওয়ার্ক ওভার কাজ শুরু হয় এবং ২ ডিসেম্বর ২০২৫ তারিখ শেষ হয়। কূপটি ওয়ার্ক ওভার শেষে ৩ ডিসেম্বর থেকে দৈনিক ২৬ মিলিয়ন ঘন ফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
ওয়ার্ক ওভারের মাধ্যমে দৈনিক অতিরিক্ত প্রায় ১২ মিলিয়ন ঘন ফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে যোগ করার সম্ভব হয়েছে। যা জাতীয় জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]