ঠাকুরগাঁওয়ে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ ও প্রশিক্ষণ প্রদান
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০৭
ঠাকুরগাঁওয়ে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ ও প্রশিক্ষণ প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ও জাবরহাট ইউনিয়নে ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


"আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম" এর রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এসব বীজ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।


বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাসান, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আরথার সরকার, এবং ইএসডিও'র রিঅ্যাক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম। তারা কৃষকদের হাতে উচ্চ পুষ্টিমান সম্পন্ন জিংক ধানের বীজ তুলে দেন।


এর আগে প্রশিক্ষণে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের অভাবজনিত সমস্যাসমূহ, জিংক ঘাটতি দূর করার উপায় এবং জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


কৃষকরা প্রশিক্ষণে উৎসাহের সঙ্গে অংশ নিয়ে জানান—জিংক ধান ও গম চাষ করে পুষ্টি নিরাপত্তা বাড়াতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে তারা কাজ করে যাবেন।


প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রিঅ্যাক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে বাংলাদেশের ঠাকুরগাঁওসহ আরও তিনটি দেশে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের অধীনে হারভেস্টপ্লাসের কার্যক্রম ইএসডিও’র মাধ্যমে মাঠ পর্যায়ে পরিচালিত হচ্ছে।


তারা আরও জানান,হারভেস্টপ্লাস বিশ্বব্যাপী ভিটামিন ও খনিজসমৃদ্ধ বায়োফরটিফাইড খাদ্যশস্যের উদ্ভাবন ও বিস্তারে কাজ করে আসছে। বাংলাদেশে বর্তমানে আমন মৌসুমে ব্রি ধান ৭২, বিনা ধান ২০, এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ জিংক সমৃদ্ধ ধানের ব্যাপক চাষাবাদ করা হচ্ছে।


এ উদ্যোগ কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং জেলার পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


বিবার্তা/বিধান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com