খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পঞ্চগড় পৌর বিএনপির দোয়া মাহফিল
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৯
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পঞ্চগড় পৌর বিএনপির দোয়া মাহফিল
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


৩ ডিসেম্বর, বুধবার বিকেলে সরকারি অডিটোরিয়াম মুক্তমঞ্চে পৌর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করেন।


এসময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আব্দুল বারি, সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা জাসাস নেতা ইউনুস শেখ বক্তব্য রাখেন৷ তারা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


এ সময় দোয়া মাহফিলে পৌর বিএনপির নেতা-কর্মী, বিভিন্ন মসজিদের আলেম ওলামা ও বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আ, ন, ম আব্দুল করিম।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com