পঞ্চগড়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৮
পঞ্চগড়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রাশাসক চত্তর থেকে একটি র্য্যালি বের হয়। র্য্যালিটি জজকোট এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্য্যালি শেষে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই আলোচনা সভার আয়োজন করেন।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।


এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। প্রতিবন্ধীদের কাছ থেকে তাদের সমস্যার কথাগুলো তিনি শোনেন। বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষনিক উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তী সকল ধরনের সমস্যা সমাধানে আশ্বস্ত্য করেন। শেষে ৯ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়৷ প্রতিবন্ধিদের ভাতা বৃদ্ধিসহ পর্যাক্রমে আরও ৮০জনকে হুইল চেয়ার প্রদান করার প্রতিশ্রুতি দেন তিনি।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com