
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক্টর থেকে নামতে গিয়ে শামীম মিয়া (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে দুর্ঘটনার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
নিহত শামীম মিয়া পশ্চিম বালিয়াকান্দির মধ্যপাড়ার মৃত শাহাজাহান মিয়ার ছেলে।সে স্থানীয় টিএমবি ব্রিকস ইট ভাটার মাটিবাহী ট্রাক্টর চালক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবারের জন্য ট্রাক্টর নিয়ে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছে নামতে গেলে তাঁর গলায় থাকা শীতের কাপড় ট্রাক্টরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অটোবাইকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা উদ্বেগজনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যু তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]