মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।


মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ভাঙা একপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি জরিরুল ইসলাম জানিয়েছেন।


তিনি বলেন, এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকিরা ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।তাৎক্ষণিকভাবে হতহতদের নাম পরিচয় জানা যায়নি।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও দুজন।


এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com