ঢাকার জুরাইনে যুবককে গুলি করে হত্যা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ২২:০৩
ঢাকার জুরাইনে যুবককে গুলি করে হত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা।


নিহতের নাম পাপ্পু শেখ (২৬)। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে।


সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।


নিহত পাপ্পু শেখ (২৬) পেশায় সিএনজি চালক। তিনি স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকায়।


নিহত পাপ্পু শেখের বন্ধু মো. সানি জানান, গ্যাস পাইপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) এবং স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।


সানি আরও দাবি করেন, কয়েক দিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সাথে পাপ্পুর একটি ঝগড়া হয়েছিল এবং সেই ঘটনার জের ধরেই এই গুলি করার ঘটনা ঘটতে পারে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com