
খাগড়াছড়িতে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।
এতে তরুণ খেলোয়াড়দের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। সেনাবাহিনী বরাবরই পাহাড়ের তরুণদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রাও আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিবার্তা/মামুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]