
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌর শহরের কান্দিপাড়ায় গভীর রাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১১টা নাগাদ এ বিষয়ে থানায় মামলা হয়নি।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে মৃতের মরদেহ রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় তিনজনকে গুলি করে আহত করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। মধ্যরাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করা হয়।
কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় কান্দিপাড়ার সড়কে পড়ে আছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোডে গুলিতে টুটুল, শিহাব, সাঞ্জু নামে তিনজন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]