
টাঙ্গাইল জেলা কারাগারে আটক অবস্থায় সুলতান মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।
বুধবার (২৬ নভেম্বর) রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, রাতে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সুলতান মিয়াকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম।
মারা যাওয়া সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গত বছর ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ছররা গুলিতে লালবাড়ি গ্রামের হিমেল নামের এক যুবকের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০–৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “টাঙ্গাইল কারাগারে এক হাজতির মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষ লাশ পরিবারকে হস্তান্তর করবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]