
রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে বাবা কাশেম ও ছেলে বাবুকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর ছেলে বাবুকে (২৬) মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং গুরুতর আহত বাবা কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লক এ ঘটনা ঘটে।
নিহত কাশেমের বোন আখতারী বেগম জানান, টাকা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীবের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের।
পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে ৪ নম্বর রোডে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা-ছেলেকে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরো অজ্ঞাত বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]