সাক্ষী জটিলতায় তাজরীনের মামলা, ক্ষতিপূরণের অপেক্ষায় কাটল ১৩ বছর
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৬
সাক্ষী জটিলতায় তাজরীনের মামলা, ক্ষতিপূরণের অপেক্ষায় কাটল ১৩ বছর
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তাজরীন ট্রাজেডির ১৩ বছর উপলক্ষ্যে তাজরীন গার্মেন্টস এর পরিত্যক্ত ভবনে সামনে নিহত শ্রমিক পরিবারের সদস্যরা সহ বিভিন্ন শ্রমিক সংগঠন নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।


সোমবার (২৪ নভেম্বর) সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনের সামনে স্বরন সভা সহ দোয়া মাহফিলে অংশ নেয় তাজরীনের আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা।


স্বরন সভায় বক্তব্য কালে দ্রুত শ্রমিকদের পূর্নবাসনসহ একজীবনের সমপরিমান ক্ষতিপূরন ও দোষী মালিক দেলোয়ারের শাস্তি দাবি করেন তারা।


শ্রমিক নেতারা শ্রমিকদের বলেন, সরকারি অসহযোগীতার কারণেই দায়ী দেলোয়ারসহ দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।


সাক্ষী জটিলতা মালিক দেলোয়ারের অসহযোগিতার কারণে মামলার অগ্রগতি থমকে রয়েছে।


গত দুই হাজিরাতে দেলোয়ার উপস্থিত না হলেও আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। বরং তার আইনজীবী অতিরিক্ত সময় নিয়ে কালক্ষেপণ করছেন।


এ সময় তাজরিন ফ্যাশনের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হবে বলে জানাযায়।


উল্লেখ্য: ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানার নিচতলার গুদাম থেকে সৃষ্ট ভয়াবহ আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুন লাগার সময় নিচতলার ফটকটি তালাবদ্ধ থাকায় বহু শ্রমিক বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান। সরকারি হিসাবে ওই ঘটনায় ১১৪ জন প্রাণ হারান। তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন এক হাজারের বেশি শ্রমিক। আর পঙ্গুত্ববরণ করেন ১৭২ জন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com