সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০৭
সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাব।


শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।


এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকার চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সে রাতেই তাকে হস্তান্তর করা হয় সাভার মডেল থানায় ।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।


গ্রেফতারকৃত বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।


র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চায়ের দোকান থেকে বদরুল আলম সরদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ‌ শিক্ষার্থী হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।


এদিকে, বদরুল আলমকে র‌্যাব গ্রেফতারের পর থেকে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ‌একটি স্বার্থন্বেষী মহল বিএনপি নেতা-কর্মীদের জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটাতে মরিয়া হয়ে উঠেছে।


জানা যায়, যেসব ব্যক্তি ‌বদরুল আলমের সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে ফেসবুকে কুৎসা রটাচ্ছেন, তারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।


সাভারের বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।


আওয়ামী লীগ নেতার সঙ্গে জড়িয়ে যেসব বিএনপি নেতা কর্মীর মানহানি করার চেষ্টা করা হচ্ছে- তাদের একজন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যারা মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নেতা-কর্মীদের মানহানি করছে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com