
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলি পুশ করা চিংড়ি মাছ বিক্রির দায়ে নিরঞ্জন হালদার নামে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১১ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি বাজার থেকে ওই মাছ ব্যবসায়ীকে জেলি পুশ করা চিংড়ি মাছসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছে থেকে ১১ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা ওই ব্যবসায়ী কে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ কৃত চিংড়ি মাছ প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]