
ঢাকার ধামরাইয়ে ভূমিকম্পে হেলা পড়া চারতলা সেই ভবন ভেঙে ফেলা হচ্ছে। গেল বছরে ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় হেলে পড়া ভবনটি গতকালের ভূমিকম্পে আরোও হেলে পড়লে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে নানা কৌতূহল সৃষ্টি হয় মানুষের মাঝে। এতে প্রশাসনের নজড়ে আসলে ভবন মালিককে নির্দেশ দেয় ভেঙে ফেলার জন্য।
প্রশাসনের নির্দেশে সকাল থেকেই ভবনটি ভাঙার কাজ শুরু করে মালিকপক্ষ। মালিকপক্ষ বলছে নিজ ইচ্ছেতে কয়েকদিনের মধ্যেই ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলতেন তারা। কিন্তু ২১ নভেম্বর হঠাৎ ভূমিকম্প হওয়ায় আজই ভাঙার কাজ শুরু করেছেন, অচিরেই ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলা হবে বলে জানান তারা।
এদিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমরা ওখানে লোক পাঠাই। পরিদর্শনের পর ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়। এধরনের ঝুঁকিপূর্ণ ভবনের দিকে অবশ্যই আমরা দায়িত্বশীল থাকব।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]