
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শারপিন মোল্লা (৬২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শারপিন মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ছেলে মোশারফ হোসেন জানান, সম্প্রতি জমির সীমানা নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশী রাজ্জাক মুন্সির ছেলে ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. রউফুল মুন্সি ও তার পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু কয়েকদিন ধরেই তাদের পরিবারকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছিল। মোশারফ আরও বলেন, শনিবার সন্ধ্যার পর বাবা স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। কুরবান আলীর বাড়ির সামনে পৌঁছালে রউফুল মুন্সি ও তার ভাই বাবুসহ কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাবাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]