
নরসিংদীতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ৫ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটেছে। ২১ নভেম্বর, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে এ ভূকম্পনের উৎপত্তি হয়। এসময় প্রচন্ড ঝাঁকুনিতে মানুষের ঘর দরজা দালানকোঠা কেঁপে ওঠে। লোকজনকে এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়।
প্রায় ৭ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে নরসিংদীর সদরের গাবতলী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে পড়ে তিন জন আহত হয়। এদের মধ্যে দেলোয়ার হোসেন (৩৭) ও তার শিশু পুত্র ওমর ফারুক (৮) , মাটির ঘর চাপা পড়ে পলাশ উপজেলার মালিতা গ্রামের বৃদ্ধ কাজম আলী ভূইয়া (৭০) ও ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন (৫০), ও শিবপুর উপজেলার আজকিতলা গ্রামের ফুরকান মিয়া (৪২) ভুমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হলে তাকে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হলে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূমিকম্পে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় প্রায় শতাধিক লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভূমিকম্পের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম নরসিংদী সদর হাসপাতালে আহতের দেখতে আসেন এবং তাদের সু-চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
আহতের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে ৫৭ জন এবং নরসিংদী জেলা হাসপাতালে ১৩ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সদর ও জেলা হাসপাতাল থেকে ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ওমর ফারুক ও কাজম আলী ভূইয়া ঢাকায় মৃত্যুবরণ করেন এবং দেলোয়ার হোসেন ও নাসির উদ্দিন নরসিংদীতেই মারা যায়।
এদিকে ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং নরসিংদী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পরিদর্শন করেছেন। এসময় তারা আহতদের খোঁজ খবর নিয়েছেন।
পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ভূমিকম্পে জেলায় বিভিন্ন জায়গায় আহত হওয়ার খবর পেয়েছি। আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। যেকোন দূযোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। পুলিশ তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নরসিংদী জেলায় মর্মান্তিক এ ভূমিকম্পে প্রাণহানীসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
গুরুতর আহতরা হলো: তাসপিয়া (১৮), শামীম (২০), রাকিব (২৪), আতিকুর (৭), ওমর (১০), সাইফুল (৩৬), মেহেরউন (২০), আবির (৬), নাসরিন (৩৭), ইয়ামিন (২২), মিথিলা (২০), তামিম (৬), হনুফা (৪০), বিল্লাল (৫০), জাকির (৩৫), মান্নান (১৬), ইমানুল (১৯) প্রমুখ।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিলো ৫ দশমিক ৭ মাত্রার।
অপরদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কারণে কয়েকটি ভবনে ফাটল সৃষ্টি হয়েছে এবং কেন্দ্রের বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শীতলক্ষ্যা নদীর ওপর পুরাতন রেল ব্রিজে ফাটল দেখা দিয়েছে ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]