নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৯:৫১
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তাছাড়া অন্তত শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।


শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবুল তাহের মোহাম্মদ শামসুজাম্মান।


নিহতরা হলেন- কাজম আলী ভূঁইয়া (৭০), নাসির উদ্দিন (৫০), দেলোয়ার হোসেন (৩৭) এবং দোলোয়ারের ছেলে ওমর ফারুক (৮)।


এদের মধ্যে বৃদ্ধ কাজম আলী ভূঁইয়া মাটির ঘর চাপায়, দেলোয়ার এবং ওমর ফারুক ছাদের কার্নিশ ভেঙে নিহত হয়েছেন। তাছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


জানা গেছে, ভূমিকম্পের সময় উপজেলার মালিতা গ্রামের বৃদ্ধ কাজম আলী ভূঁইয়া মাটির ঘর চাপা পড়েন। ছাদের কার্নিশ ভেঙে সদর উপজেলার দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমর ফারুক (৮)। অন্যদিকে ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন। তাদের মধ্যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নাসির উদ্দিনের মৃত্যু হয়।


স্ত্রী-সন্তানদের নিয়ে নরসিংদী শহরের গাবতলী এলাকার এই বাড়িটিতে ভড়া থাকতেন ইউএমসি জুটমিলের উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন। সকালে ভূমিকম্প টের পেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য দুই সন্তান তাসফিয়া ও ওমরকে নিয়ে ঘর থেকে বের হওয়ার পরই ভেঙে পড়ে ছাদের কার্নিশ। এতে গুরুতর আহত হন তিনজন। মূলত পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ইট পড়ে ভেঙে যায় ছাদের কার্নিশ।পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার ও ওমর। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণ করার কারণে এ দুর্ঘটনা ঘটে।


ঢাকায় নেওয়া পথে কাজম আলী ভূঁইয়ার মৃত্যু হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবুল তাহের মোহাম্মদ শামসুজাম্মান জানান, ভূমিকম্পে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com