
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা পরিশোধের কথা বলে মোস্তাক হোসেন নামে এক ইটভাটার লেবার সর্দারকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার খালিশপুরের পুরুন্দপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রাস্তার পাশে কলা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার মহেশপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মোস্তাক হোসেন মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনার পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গলা কেটে হত্যার চেষ্টাকারী অভিযুক্ত বাবুলকে পুলিশ আটক করে। বাবুল উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের খালেকের ছেলে।
মহেশপুর থানা পুলিশ ও অভিযোগের এজাহার সূত্রে জানা যায়, মোস্তাক হোসেন ও বাবুল দুজনেই ইটভাটার লেবার সর্দার। ইটভাটায় লেবার দেওয়ার নাম করে মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নেয় বাবুল। কিন্তু লেবার না দিয়ে তালবাহানা শুরু করে সে। পরে ঘটনার দিন বিকালে টাকা ফেরত ও কিছু লেবার দেওয়ায কথা বলে মোস্তাককে মারুফদহ গ্রামে ডেকে নিয়ে যায়। সেখানে লেবারদের সাথে কথা বলে সন্ধায় একই মোটরসাইকেলে ফেরার পথে মোস্তাক বাবুলকে বাকি টাকার দেওয়ার জন্য চাপ দেয়। মোটরসাইকেলের পিছনে বসে থাকা বাবুল পূর্ব পরিকল্পিত ভাবে রুপদহের-পুরুন্দপুর মাঠে পৌছালে পেছন থেকে চাকু দিয়ে গলায় পোঁচ দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজনেই ছিটকে পড়ে। উঠে আবারো বাবুল মোস্তাকের ঘাড়ে চাকু দিয়ে কোপ দেয়। ধস্তা ধস্তির এক পর্যায়ে পথচারিদের উপস্থিতি টের পেয়ে বাবুল পালিয়ে যায়।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,এ ঘটনায় অভিযুক্ত আসামি বাবুলকে গ্রেফতার করা হয়েছে। এবং মহেশপুর থানায় মামলা প্রক্রিয়াধীন হয়েছে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]