
সাভারে ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্পতি সাভার উপজেলাকে ডিগ্রিডেড এয়ারশেড ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। পরে পরিবেশ অধিদপ্তর সাভার উপজেলায় সকল ইটভাটা ভাঙ্গা শুরু করেন। এতে শ্রমিকরা বেকার হয়ে পড়বে এজন্য আজ শতশত ইট ভাটার শ্রমিক ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরেদুপুর ১২ টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকদের আইন শৃঙ্খলা বাহিনীর সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]