গাইবান্ধার নতুন ডিসি মাসুদুর রহমানের যোগদান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৫:০৪
গাইবান্ধার নতুন ডিসি মাসুদুর রহমানের যোগদান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার ৩৪তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।


মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেন।


উল্লেখ্য, নারায়ণগঞ্জের সন্তান ২৭তম বিসিএসে প্রশাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এর আগে এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পরিচালক (উপসচিব), কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্রগ্রামের বাঁশখালী ও লক্ষীপুরের কমলনগর এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনাম অর্জন করেন।


প্রসঙ্গত, সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলামকে গত শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু গাইবান্ধায় যোগদানের আগেই তাঁকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়।


অপরদিকে, গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বিবার্তা/নূর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com