পাবনায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:১২
পাবনায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা সদর থানাধীন মেরিল বাইপাস এলাকার সরদারপাড়ায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত হাফসা মালঞ্চ ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। হাফসার বাবা হাফিজুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকেন।


নিহত হাফসার নানা জানান, সন্ধ্যা পর থেকেই আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের একটি বাগানে শীতল পাটি দিয়ে মোড়ানো হাফসার মরদেহ পাওয়া যায়।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল বলে জানা গেছে।


পুলিশের প্রাথমিক ধারণা কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত দুজন হলো সরদার পাড়ার টিপুর ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার সবেদ আলীর ছেলে রমজান(২৫)।


আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য মতে জানা যায় ঘটনাস্থল পরিদর্শনের জন্য সিরাজগঞ্জ থেকে ক্রাইমসিনের একটি টিম রওনা হয়েছে এবং সার্বিক বিষয়ে তদন্ত চলছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com