
রাজধানীর মোহাম্মদপুরে রাসেল নামে ৩৪ বছর বয়সী অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসমং আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন- রাসেলের বন্ধু রিয়াদ ও বিপ্লব। আহত রাসেলও একজন অটোচালক।
শনিবার (১ নভেম্বর) রাত ৯ টার দিকে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে। তিনি রাজধানীর চন্দ্রিমা মডেল টাউনে পরিবারের সঙ্গে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম। তিনি জানান, রাতে রাসেল ও তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব বাসায় ফেরার পথে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে পৌঁছলে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]