ওষুধ কিনতে গিয়ে ছিনতাইকারীর কবলে ছাত্র, কুপিয়ে নিয়ে গেল সব
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫১
ওষুধ কিনতে গিয়ে ছিনতাইকারীর কবলে ছাত্র, কুপিয়ে নিয়ে গেল সব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করে টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।


আহত ছাত্রের নাম আবাবিল আদিত্য আল ইসলাম (২২)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আদিত্য কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত এক বছর ধরে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় থেকে আইইএলটিএস কোর্স করছিলেন।


আদিত্যকে হাসপাতালে নিয়ে আসা তার গ্রামের প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে আদিত্য একটি নাম্বার থেকে তাকে ফোন করে জানান যে, শনির আখড়ায় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। পরে রোহান ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আদিত্যকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।


রোহানের বরাত দিয়ে জানা যায়, ওষুধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়েছিলেন আদিত্য। শনির আখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় দুই কিশোর তার পথরোধ করে টাকা ও ফোন দিতে বলে। তিনি দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তির একপর্যায়ে পাশ থেকে আরও তিন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা আইফোন ১৬ প্রো, স্যামসাং এস২০ আলট্রা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রাতের দিকে আহত অবস্থায় আদিত্যকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com