ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২১:৩৮
ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সংম্মেলন করা হয়েছে।


শনিবার (৪ অক্টোবর) সকালে ইন্দুরকানী প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান হাওলাদার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮-০২-২০২২ ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি)র শাহীন হাওলদার ও মাসুদ করিম তালুকদার ইমনের কমিটিতে মোশাররফ হোসেন যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নামে আসা অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তুলে ধরেন।


লিখিত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, গত ১৪/০৯/২০২৫ ইং তারিখে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ এক তরফাভাবে বিতর্কিত মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে আহ্বায়ক ও আব্দুল হাই মীর কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ঠ একটি এডহক কমিটি অনুমোদন করেন। এই কমিটি গঠনে অধিকাংশ মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়া হয়নি।


তিনি সাংবাদিকদের সামনে প্রশ্ন রেখে বলেন, যে মোশাররফ হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের দোকান ঘর ভাড়াও অগ্রিম জামানতের টাকা ব্যাংকে জমা না রেখে নিজেই আত্মসাৎ করেন, মুক্তিযোদ্ধাদের নামে ঘর (বীর নিবাস) বরাদ্দ আসা অসহায় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন তাকে কিভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক করে ? তাই এই পকেট কমিটি প্রত্যাখ্যান করে অনতিবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাং,স্বপন কুমার রায়,সুলতান আহম্মেদ,গৌতম হালদার, আশ্রাফ আলী,আবু হানিফ,মোঃ আব্দুল খালেক গাজী,মোঃ নুর মোহাম্মদ হাওলাদার,হাসেম মৃধা।


সংবাদ সম্মেলনে আসা বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার রায় বলেন, আমরা এ কমিটি মানি না। মোশাররফ হোসেন আমাদের মুক্তিযোদ্ধার মার্কেট থেকে দোকানের অগ্রিম (জামানত) লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন । তার কাছে আমাদের টাকা হিসাব চাইলে সে হিসাব দিতে রাজি হয় না।


অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের বলেন, ২০১৭ সালে জুলাই মাসে বিগত সরকার উপজেলা নির্বাহী অফিসারের কাছে মুক্তিযোদ্ধা সংসদের সকল দায়িত্ব তুলে দেন । তারপর থেকে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদের সকল কার্যক্রম পরিচালনা করেন। আমি যেহেতু কোন দায়িত্বে ছিলাম না সুতারাং দুর্নীতি করার কোন প্রশ্নই উঠে না। আর কমিটি গঠনের বিষয়ে আমি এবং আব্দুল মান্নান জেলায় আলাদা আলাদা কাগজ দিয়েছিলাম। সেখান থেকে বাছাই করে একটি এডহক কমিটি গঠন করে দেন।


পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আহম্মেদ শহিদুল হক চাঁনের তিনি বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমরা কমিটি দিয়েছি। এটি অল্প কিছুদিনের জন্য অস্থায়ী একটি কমিটি । আমরা অতিদ্রæত সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো ।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com