
খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালের পাশে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে অফিসঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ‘শ্রম যান কল্যাণ সমিতি’ নামের একটি সংগঠন ওই স্থানে টিনের ঘর তুলে ইতোমধ্যে সাইনবোর্ডও ঝুলিয়েছে।
গুরুত্বপূর্ণ সড়কটির ওই স্থানে প্রায়ই যানজট সৃষ্টি হয়। সেখানে নতুন করে স্থাপনা তৈরি হওয়ায় ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন, সড়কের জায়গা দখল করে ঘর তুললে যান চলাচলে আরও সমস্যা বাড়বে। এতে পুরো এলাকায় বিশৃঙ্খলা তৈরি হবে।
ঘর নির্মাণ বিষয়ে সমিতির সভাপতি আক্তারুজ্জামান বলেন, জায়গাটি আগে অপরিষ্কার ছিল, তাই কিছুটা ভরাট করে অস্থায়ীভাবে অফিসঘর তৈরি করেছি। তবে কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলে স্বীকার করেন তিনি।
সওজের সার্ভেয়ার নোবেল চাকমা বলেন, বিশেষ পরিস্থিতির কারণে বাধা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে এবং রবিবার (৫ অক্টোবর) অফিস খুললে নোটিশ দেওয়া হবে।
সওজের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, অবৈধভাবে জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়টি জেনেছি। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বিশেষ পরিস্থিতির কারণে পৌরসভার লোকজন মাঠে যেতে পারেনি। তবে অনুমতি ছাড়া ঘর নির্মাণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]