
বগুড়ার নন্দীগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে শাহিনুর রহমান শাহীন (২৮) নামের এক ভটভটি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের থালতা মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর রহমান শাহীন থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
আহতরা হলেন পাঠান মির্জাপুর গ্রামের পিন্টু মিয়া (৩৫), নিশিন্দারা গ্রামের আব্দুল জলিল (৫৫), ধাওয়াস এলাকার আব্দুল কুদ্দুস (৩৮) ও একই এলাকার মোকাব্বর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার চৌমুহনী বাজার থেকে শাহীন তার ভটভটিতে গরু বোঝাই করে দুপচাঁচিয়া উপজেলার ধাপরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে গাড়িটি ঘটনাস্থলে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শাহীন নিহত হয়। এবং গাড়িতে থাকা চারজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ভটভটি উল্টে চালক শহিনুর রহমান শাহীন ঘটনাস্থলেই নিহত হয়েছে।এঘটনায় চারজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]