
পিরোজপুরের ইন্দুরকানীতে তারেক রহমানের ঘোষিত ৩১দফার বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর, বুধবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের উদ্যোগে ঘোষেরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ,সাধারন সম্পাদক মোঃ রাজ্জাক হাওলাদার,সাবেক যুগ্ম আহবায়ক এম আহসানুল ছগির,সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আতিক হোসেন,সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু,শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল কালাম হাওলাদার, ্ছাত্রদলের আহবায়ক আল-আমিন হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা,মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মোঃ মামুন কাজি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সরোয়ার হোসেন,স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ তৌহিদুর রহমান, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, জেলা মহিলাদলের যুগ্ম সাধারন সম্পাদক রেহেনা হাফিজ, জেলা তাঁতি দলের সভাপতি মোঃ আলী শেখ সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ হয়তো পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। কিছু দেশ চেয়েছিল হাসিনাকে রেখে বাংলাদেশের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবেন। যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেননি, তারা দেশ-বিদেশ থেকে নানা চক্রান্ত করছেন। বাংলাদেশে পিআরে কোন নির্বাচন হবে না, এদেশের মানুষ পিআরে নির্বাচন চায় না। তাই সবাইকে সচেতন থাকতে হবে। তিনি সাধারণ মানুষের মাঝে ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে প্রত্যেক ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের ভোট চাইতে হবে।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]