
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটি।
৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহরিয়া আল সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান।
এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি, নবগঠিত জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত,জেলা কৃষকদলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু,পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান,পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম আহসানুল ছগির,সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন,মাস্তান হাফিজ,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এ্যাড.রহিমা আক্তার হাসি,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আসাদ্জ্জুামান মিঠু সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । পরে তারা উপজেলার কয়েকটি শারদীয় দুর্গাপূজা মন্দিরে পরিদর্শন করেন ।
প্রধান অতিথি বক্তাব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই মতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পিরোজপুর-১ আসনে তারেক রহমান যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করব এই অঙ্গিকার করি এবং এই আসন তাকে উপহার দিবো। আপনারা সবাই এলাকায় গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন,বিজয়ী আসবেই ।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]