
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৩ টি স্বর্ণের বারসহ এক নারী চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা- ৬ বিজিবর সদস্যরা। ওই নারী চোরাকারবারির নাম আসমা খাতুন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক আসমা খাতুন একই এলাকার ওয়াসিমের স্ত্রী।
দুপুরে চুয়াডাঙ্গা- ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা দিয়ে চোরাকারবারী কর্তৃক স্বর্ণ চোরাচালান করা হবে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির- ৬ ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়ায় অবস্থান নেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে কামারপাড়া রাস্তা হতে মোছাঃ আসমা খাতুনকে তিন পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩৫৪ গ্রাম যার বাজার মূল্য আটান্ন লক্ষ আটান্ন হাজার সাতশত ছাপ্পান্ন টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর করা ও উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]