
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযানে চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
এসময় তিনটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে মালামাল জব্দ ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার আমনুরা ইউনিয়নের কন্দুল মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক তৌহিদুল শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে। তার মোটরসাইকেল থেকে প্রায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]