
ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপের ড্রাইভার। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান।
দুর্ঘটনায় নিহতরা হলেন- পিকআপের হেলপার ও নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ, পীরগাছা থানার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা (২৮) এবং তাদের ছেলে ওয়ালিদ স্বাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, নগরীর দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের ওপর ভোর চারটার দিকে একটি মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ইউটার্ন নিতে গেলে রংপুর-ঢাকা অভিমুখে অপর একটি বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পলাতক ট্রাক ড্রাইভার ও হেল্পারকে গ্রেফতকারে অভিযান অব্যাহত আছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]