ইন্দুরকানীতে অসহায় পরিবারের বসতঘর উচ্ছেদের অভিযোগ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২
ইন্দুরকানীতে অসহায় পরিবারের বসতঘর উচ্ছেদের অভিযোগ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরবলেশ্বর গ্রামে এক হতদরিদ্র পরিবারের বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।


২৪ সেপ্টেম্বর, বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে ফারুক সরদার ও জালাল সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার স্থানীয়ভাবে শালিসি বৈঠক হয়। অভিযোগ রয়েছে, বৈঠকে শালিসদাররা ঘর ভেঙে জমি বুঝিয়ে দেওয়ার পক্ষে রায় দেন। পরদিন বুধবার বিকেলে ফারুক সরদার, তার ছেলে আজিজুল, ইমরান, সাকিলসহ কয়েকজন মিলে জালাল সরদারের ঘরের মালামাল বের করে দেন এবং বসতঘরটি ভেঙে ফেলেন।


ভুক্তভোগী জালাল সরদার জানান, “আমি আমার বাবা মোকলেস সরদারের কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেছি। গত ২০ বছর ধরে ওই জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু প্রতিবেশী ফারুক সরদার জমির দাবি তুলে বারবার উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন। শালিসকারীরা ফারুকের পক্ষ নিয়ে আমাকে ঘর ছেড়ে দিতে বলেন। আজ সকালে ঘর ভাঙতে এলে বাধা দিলে তারা আমাকে হত্যার হুমকি দেয়।


অভিযুক্ত ফারুক সরদার বলেন,শালিসি বৈঠকে জমি আমার নামে রায় হয়েছে। তাই শালিসদারদের নির্দেশে ঘর ভেঙে জমি বুঝে নিয়েছি।”


শালিসদার মন্টু মাস্টার বলেন,শালিস বৈঠকে জালাল সরদারকে জমি ছেড়ে দেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু আজ হঠাৎ ঘর ভাঙার ঘটনা ঘটেছে, বিষয়টি দুঃখজনক।”


এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com