
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নকল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আদায় করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান শেষে তিনি বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সার-কীটনাশক ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়। বিক্রেতা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখা হয়।
মাহমুদুল হাসান বলেন, অভিযানে নকল সার বিক্রয় করার অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন- সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগেও কামরুল ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রির অভিযোগে একাধিকবার জরিমানা করে সংস্থাটি।
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]