
নওগাঁর রাণীনগরে মফিজ উদ্দীন (৬৫) ও হবিজ উদ্দীন (৪৫) নামে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে উপজেলার ঘোষগ্রাম মিনাপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার দুই ভাই ঘোষগ্রাম প্রামানিকপাড়া গ্রামের মৃত হায়ের আলীর ছেলে।
মফিজ উদ্দীনের প্রতিবেশি হারুনুর রশিদ জানান,বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় তারা দুই ভাই বাড়ী থেকে বের হয়ে যান। এরপর শুক্রবার দুপুরে গ্রামের অদুরে প্রায় আধা কিলোমিটার দুরে ঘোষগ্রাম মিনাপাড়ার একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। হারুনুর রশিদ আরো জানান, জন্মগত ভাবেই তারা দুইজন মানসিক প্রতিবন্ধি ছিলেন। যে কারণে বিবাহ করেননি তারা। তবে কিভাবে তাদের একসাথে মৃত্যু হতে পারে সে ব্যাপারে স্পষ্ট বলতে না পারলেও তিনি দাবি করে বলেন, হয়তো কোন এক ভাই চলার সময় পুকুরে পরে গেছে দেখে আরেক ভাই হয়তো পুকুরে ঝাঁপ দিয়েছেন। এতে একসাথে দুই ভাইই মারা গেছেন।
এব্যাপারে ঘটনার তদন্ত কর্মকর্তা রাণীনগর থানার এসআই জুলফিকার বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]