
বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা ১০ম গ্রেড বহাল রেখে ৭ দফা দাবি জানায়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রেলগেট মোড়ে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে ও মাথায় লাল ফিতা বেঁধে অবস্থান নেন। এসময় তারা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো:
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ কেবল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা।
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ নির্ধারণ।
উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা।
প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ছাড়া অন্য কোনো ক্যাডারে নিয়োগ বন্ধ।
শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন ও ল্যাব-ওয়ার্কশপে পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ নিশ্চিত।
শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত ১:১২ করা এবং শিক্ষক স্বল্পতা দূর করা।
বেসরকারি ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য সরকারি সুবিধা সমানভাবে নিশ্চিত।
শিক্ষার্থীরা বলেন, ‘প্রকৌশল খাতকে টিকিয়ে রাখতে কোর্স কারিকুলাম আধুনিকায়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। ন্যায্য অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]