বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫
বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক।


নিহতরা হলেন: আদমদিঘির ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও মেয়ে আরাত (৬)।


সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আশা তার মেয়েকে নিয়ে সিএনজিতে করে বগুড়া যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান।


স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।


ওসি আরও বলেন, ‘ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com