
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে কৃষকরা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন তারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থল বন্দর সড়ক অবরোধ করে কৃষকরা। এছাড়াও সোনাহাট সেতু সংলগ্ন শহীদ মোড় এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করা হয়। অবরোধ চলাকালীন সময়ে ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। ফলে রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বেন বলে জানান তারা।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আমরা রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
বিষয়টি জানতে কৃড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিবার্তা/বিপ্লব/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]