চুয়াডাঙ্গার নতুন এসপির পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮
চুয়াডাঙ্গার নতুন এসপির পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাসের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পুলিশ সুপার গোলাম মওলা চুয়াডাঙ্গায় যোগদানের পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কিন্তু হঠাৎ করেই গত ৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় বিতর্কিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে পদায়ন করা হয়।


তারা বলেন, তিনি ঢাকা মিরপুরে তিনি দায়িত্বপালনকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণকাজে সহাযোগীতা করে।


বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। পাবনাতে একই স্থানে চার বছর থেকে এএসপি থেকে এসপি পর্যন্ত পদোন্নতি লাভ করেন। এটি স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক প্রভাবের ফল। নির্বাচন সামনে রেখে সীমান্তবর্তী জেলায় বিতর্কিত একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া জনগণের কাছে প্রশ্নবিদ্ধ।


বক্তারা আরও বলেন, আগের এসপি দায়িত্ব পালন করেছেন নিরপেক্ষ ও মানবিকভাবে, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের অভিযোগ ছিল না। তাই আমরা চাই—পূর্ববর্তী এসপিকেই বহাল রাখা হোক কিংবা এমন একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক যিনি মানবিক গুণাবলীর জন্য স্বীকৃত। নতুন এসপি দায়িত্ব গ্রহণ করলে তার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। তিনি যদি মানবিকভাবে দায়িত্ব পালন করেন, আমরা মেনে নেব। কিন্তু পুরনো ধারা অনুসরণ করলে কঠোর আন্দোলন করা হবে।”


বক্তারা স্পষ্ট করে বলেন, গৌতম কুমার বিশ্বাসের পদায়ন যদি বাতিল না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র করা হবে।


‘চুয়াডাঙ্গাবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান প্রমুখ।


বিবার্তা/সাঈদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com