রাজশাহীর
গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯
গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল হতে ভোর ৬ টায় দুইজন মাদককারবারিকে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।


গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ সৈবুর রহমান(৩০) ও ২। মোঃ আব্বাস আলী শিহাব(২০)। মোঃ সৈবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র এবং মোঃ আব্বাস আলী শিহাব একই জেলার একই থানার একই গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র ।


ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ফোর্সসহ আজ ১০ সেপ্টেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটে গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা ঘাট ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে ট্যাকপাড়া হতে আমতলা খাসমহল গ্রামে অবস্থান করছিল।


এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ফোর্স-সহ আজ ১০ সেপ্টেম্বর ভোর ৫টা ৫০ মনিটে অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ভোর ৬ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ আব্বাস আলী শিহাবের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনে গুজা অবস্থায় তিনটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।


হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com