ব্যাংক ঋণ ও পারিবারিক কলহে ব্যবসায়ীর আত্মহত্যা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯
ব্যাংক ঋণ ও পারিবারিক কলহে ব্যবসায়ীর আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের সলেমানপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। এবং উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ.লীগ নেতা তাজুল ইসলামের মেজো ভাই। সে শহরে দীর্ঘদিন যাবত গার্মেন্টেসের ব্যবসা করেছেন।


পরিবার সূ্ত্রে জানা যায়, সলেমানপুর উত্তরপাড়ায় দুইতলা বাড়িতে স্ত্রী ও ছেলে ও ছেলের বউ নিয়ে বসবাস করতেন নজু। রাত ১ টার দিকে দোতলা থেকে নিচের একটি কক্ষে চলে আসেন তিনি। আসার সময় দোতলার প্রধান গেটের সিটকিনি লাগিয়ে রাখেন। পরে আলামীন নামে স্থানীয় এক পরিচিত যুবককে ফোন দিয়ে জানান, আমার বন্দুকের গুলি লোড দিয়ে রাখছি। আমাকে আর পাবি না! জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের খবর দিও। এর কিছুক্ষন পরে নিজের লাইসেন্স করা দুই নালা বন্দুক গিয়ে মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করেন নজু। ভোররাতে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের মেঝেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।


কোটচাঁদপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।


নিহতের ছেলে ফাহিম জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভেঙে পড়েছিলো।


নিজের নিরাপত্তার জন্য নেওয়া লাইসেন্সকৃত বন্দুক দিয়েই তিনি নিজেকে শেষ করে দিলেন।


কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দীর্ঘদিন ধরে তার পারিবারিক ঝামেলা চলছিলো। এছাড়াও রুপালী ব্যাংকে অর্ধকোটি টাকা ঋণ ছিল তার। আমরা বিষয়টি প্রাথমিক ভাবে আত্মহত্যা ধারনা করছি। তারপরও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সেই সাথে তার লাইসেন্সকৃত বন্দুক থানা হেফাজতে নেওয়া হয়েছে।


কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com