চুয়াডাঙ্গায় মদসহ ভারতীয় নাগরিক আটক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৪:৩০
চুয়াডাঙ্গায় মদসহ ভারতীয় নাগরিক আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে চার বোতল মদসহ মহাবুল মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 


শনিবার (৩০ আগস্ট) বিকেলে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ। 


আটক মহাবুল মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পৌর এলাকার হাটকালুগঞ্জে। এ সময় পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করা মহাবুল মণ্ডলকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার কাছে থাকা চার বোতল ভারতীয় মদ উদ্ধার করে গোয়েন্দা সদস্যরা। 


বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, আটককৃত ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com