৩ মাস পর সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৩:২২
৩ মাস পর সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। এর ফলে পর্যটক ও বনজীবীরা প্রবেশ করতে পারবেন সুন্দরবনে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশ করার জন্য বন বিভাগ সকল ধরনের প্রস্ততি গ্রহণ করেছে, বনে যাওয়ার জন্য প্রস্তত পর্যটক ব্যবসায়ী ও বনজীবীরা।


বন বিভাগ জানায়, সুন্দরবনের বন্য প্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ার কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস বন্ধ থাকে সুন্দরবনে মাছ শিকার ও পর্যটকবাহী পরিবহণ ও ভ্রমণ। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটক ও বনজীবীরা যেতে পারবেন বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বনজীবীরা মাছ শিকারের জন্য বনে যেতে পারবে তেমনি পর্যটকরা সুন্দরবনের করমজল, হারবারিয়া, আন্দারমানিক, কটকা,কচিখালী, হিরনপয়েন্ট সহ সমুদ্র তীরবর্তী এবং বনের বিভিন্ন এলাকায় ভ্রমণ করতে পারবেন। আগামী ১লা সেপ্টেম্বর নিষেধাজ্ঞা শেষে পর্যটক ও বনজীবীরা প্রবেশ করবে সুন্দরবনে। আর এ কারণে পর্যটনকেন্দ্রগুলো সাজানো হয়েছে। যাতে করে পর্যটকরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনের নদী খালে মাছ ও বনের বন্য প্রাণীর প্রজনন বৃদ্ধি পেয়েছে। এদিকে তিন মাস পর সুন্দরবনে প্রবেশ করতে সকল ধরনের প্রস্ততি নিয়েছে পর্যটক ব্যবসায়ী ও বনজীবীরা।


সুন্দরবনের মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমিপ) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর তিন মাস সুন্দরবনে নদী খালে মাছ আহরণ ও পর্যটক প্রবেশ বন্ধ করে বন বিভাগ।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com