
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার পলিয়ানপুর সীমান্তে থেকে ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম ওজনের স্বর্ণবার গুলো উদ্ধার করা হয় ।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে স্বর্ণ নিয়ে ভারতে যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা। স্বর্ণগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেয়া হয়েছে।
এদিক একের পর এক স্বর্ণের চালান জব্দ হলেও চোরাকারবারিদের অভয়ারণ্যে হিসাবে পরিচিত মহেশপুর সীমান্তে কোন ভাবেই থামছে না স্বর্ণ চোরাকারবারিদের দৌরাত্ম্য।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]