
পারিবারিক কলহের জেরে সাতক্ষীরার তালায় রাজু হাচান (৪২) নামে এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার ( ১৩ আগস্ট ) সকালে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
এলাকাবাসী জানান, সকালে নিজ বাড়ির ঘরের ভিতর রাজু রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রাজু আত্মহত্যা করেছেন।
বিবার্তা/সেলিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]