মৌচাকে নিহতদের বাড়ি নোয়াখালীর চাটখিলে, ছিল মুখ ও মাথা থেতলানো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৯:২২
মৌচাকে নিহতদের বাড়ি নোয়াখালীর চাটখিলে, ছিল মুখ ও মাথা থেতলানো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ের একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম জাকির ও মিজান। দুজনেরই বয়স ৪০–এর কাছাকাছি।


১১ আগস্ট, সোমবার দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।


রমনার ডিসি মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে জাকির গাড়ির চালক এবং মিজান তার আত্মীয়।রমনার ডিসি মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে জাকির গাড়ির চালক এবং মিজান তার আত্মীয়।


তিনি আরও বলেন, আমরা গাড়ির মালিককে শনাক্ত করতে পেরেছি। মালিক জোবায়ের আহমেদ সৌরভের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়। মৃত দুজনের বাড়িও একই এলাকায়। তারা হাসপাতালে রোগী নিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।


মাসুদ আলম জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে থানায় এ ঘটনার খবর আসে। বেজমেন্টে প্রচণ্ড গরমের কারণে মরদেহ পচে গেছে।


তিনি আরও জানান, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে মরদেহ দুটি পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন পড়ে ছিলেন। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স।


প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে জানিয়ে উপকমিশনার মাসুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com