ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২৩:১৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টায় গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।


তিনি বলেন, "ছাত্র-জনতার এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের সুতীব্র চিত্র। আমরা সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং সামনের দিনগুলোতেও গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাব।"


তিনি আরও বলেন, "এই দেশের মানুষ পরিবর্তন চায়, স্বাধীনভাবে কথা বলার সুযোগ চায়। সেই সুযোগ কেবল ইসলামি শাসনব্যবস্থার মধ্য দিয়েই আসতে পারে।"


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার, মোংলা পৌর শাখার সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, এবং পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান।


সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ। পথসভা ও মিছিল শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনের সংগ্রামে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com